|| আমরা গরীব তাই || আমরা গরীব তাই মেনে নিতে হয়,। কাজ করে খেতে হবে ― মেধা পড়ে রয়; জীবন অভাবে ভরা, কিছু আয় চাই, কলেজে তাই আর পড়া হয় নাই। সকালেতে মাঠে যাই, বিকেলেতে দুঃখ, আগামীকাল ভাবার পরে চেহারাটা রুক্ষ। বুক ভরা স্বপ্ন, সফলতা পাব ঠিক! ― এই আশাতে বাঁচি, রুপকথার নিরিখ। বুকে বল মুখে হাসি, ভেতরটা পুড়ে ছাই, কিছুই করার নেই, আমরা গরীব তাই।। © সুরোজিৎ অবসাদে অবসর কাটানোর থেকে, কবিতা লেখাই ভালো।
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।