Skip to main content

Posts

Showing posts from September 20, 2018

ইচ্ছে হলে

ইচ্ছে হলেই আকাশ ছোঁয়া যায়, যেমন ভাবনাগুলোয় স্বপ্ন বেঁচে থাকে, বাস্তবতার গিরগিটিদের মাঝে, স্বপ্ন ভাঙার যন্ত্র কাছে থাকে। ইচ্ছে হলেই বাতাস হওয়া যায়, যেমন স্নিগ্ধ তোমার মাথার ভরা চুল, আমরা আজও অনেক কাছাকাছি, যেমন কাঁটার মাঝে ছোট্ট গোলাপ ফুল। ইচ্ছে হলেই ধ্বংস হওয়াও যায়, এই জগতে অদ্ভুত কিছু নেই, এপাড় ভেঙেও ওপাড় ভাঙা যায়, শেষ নিমেষে না হারালে খেই! ©  Surojit Ghosh