ইচ্ছে হলেই আকাশ ছোঁয়া যায়, যেমন ভাবনাগুলোয় স্বপ্ন বেঁচে থাকে, বাস্তবতার গিরগিটিদের মাঝে, স্বপ্ন ভাঙার যন্ত্র কাছে থাকে। ইচ্ছে হলেই বাতাস হওয়া যায়, যেমন স্নিগ্ধ তোমার মাথার ভরা চুল, আমরা আজও অনেক কাছাকাছি, যেমন কাঁটার মাঝে ছোট্ট গোলাপ ফুল। ইচ্ছে হলেই ধ্বংস হওয়াও যায়, এই জগতে অদ্ভুত কিছু নেই, এপাড় ভেঙেও ওপাড় ভাঙা যায়, শেষ নিমেষে না হারালে খেই! © Surojit Ghosh
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।