পথ চলতে চলতে, যদি ক্লান্তি চলে আসে; বুঝে নিও ওই পথও তোমায় ভালোবাসে। শহরের পিচ-কালো রাস্তায়, ছায়ায় অভাব, ক্লান্তি কাটাতে পারবে না, এটা শহুরে স্বভাব। এগিয়ে যাওয়ার ইচ্ছে তোমার পূরন ঠিকই হবে, অনেকটা তো এগিয়ে গেলে, বাঁচবে আবার কবে! নতুন করে বাঁচতে যদি চাও, আমায় আপন করে নাও; আর এভাবেই চলতে থাকুক, খুশির জীবন পাও... ☺ ©সুরোজিত
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।