Skip to main content

Posts

Showing posts from October 28, 2018

ইচ্ছে মত ১

পথ চলতে চলতে, যদি ক্লান্তি চলে আসে; বুঝে নিও ওই পথও তোমায় ভালোবাসে। শহরের পিচ-কালো রাস্তায়, ছায়ায়  অভাব, ক্লান্তি কাটাতে পারবে না, এটা শহুরে স্বভাব। এগিয়ে যাওয়ার ইচ্ছে তোমার পূরন ঠিকই হবে, অনেকটা তো এগিয়ে গেলে, বাঁচবে আবার কবে! নতুন করে বাঁচতে যদি চাও, আমায় আপন করে নাও; আর এভাবেই চলতে থাকুক, খুশির জীবন পাও... ☺ ©সুরোজিত