তোমায় পাশে চেয়েছিলাম, একটা ঘর সাজাব বলে; অনেক সময় হারিয়ে গেছে, তোমায় পাওয়ার ছলে। অনেক আকাশ মেঘলা আজও, আমার মনের মত, তুমি এসেও হারিয়ে গেলে, রইল পড়ে ক্ষত। রইল অনেক অভিজ্ঞতা, শিখিয়েছিলে তুমি, পালন করার চেষ্টা করে তৈরি হব আমি। তৈরি হয়ে যেদিন আবার তোমার কাছে যাবো, সত্যি বলো, মনের থেকে তোমায় কি আর পাবো! নাও যদি পাই কাছের থেকে, তোমার মনে রেখো, সত্যি যদি মনে না থাকি! মিথ্যে বলতে শেখো। আর, যদি তৈরি না হই তোমার মত, মুখ দেখাবোনা আর, মিথ্যে আমি, মিথ্যে সবাই চাইবো না বিচার। 🙂
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।