পন্থা সুরোজিত কেউ লোভী, কেউ তেলিয়ে চলে, অনেকে অনেক কথাও বলে; ভেতরে যার নেই কোনো পাপ, তাকেই চেনা দায়, হায়রে মানুষ হায়! কেউ জ্ঞানী, কেউ মহাজ্ঞানী, ওরা ডাকাত, ওরাই ধনী, হঠাৎ ঝাঁপিয়ে রুখতে পারলে বেশ, নতুন করে বাঁচব মোরা, নতুন হবে দেশ! বাঁচব আমি বাঁচবে তুমি, বাঁচবে আমার জন্মভূমি, সঠিক বিকল্প বেছে নিতে তুমি রাজি? অন্যায় হলে বিরোধিতা করো আজই।।
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।