দিন শেষে রাত হলে, কবিতারা কথা বলে; সে ভাষা বুঝি না আমি, তাই ছুটি পিছু-পিছু — কই, তুমি তো বলনা কিছু! স্নিগ্ধ হাওয়ায় ভাসি, আমি-তুমি পাশাপাশি; সে ছোঁয়া বুঝিনা আমি, তাই যত কাছে যাই — তোমাতে হারিয়ে যাই! রাত শেষে দিন হলে, পাখিদের কোলাহলে; যেন আগের, একেলা আমি, যখনই আলোতে যাই — একা আমি, তুমি নাই!
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।