Skip to main content

Posts

Showing posts from May 6, 2019

শ্রেষ্ঠ নারী

মা তুমি, রক্ষা করেছো মোরে, শাড়ির উষ্ণ আঁচল দিয়েছো শীতের ভোরে। জানতো, দিনের আকাশে সূর্য তুমি, রাতের আকাশে চাঁদ, তোমার প্রেমের মানিক আমি, বোজাবো দুখের খাদ। যখন, বয়স গিয়ে ঠেকল ষাটে, পঁচিশে আমি দিলাম পা, সাফল্য তখন পেয়ে গেছি, কি'গো, তুমি খুশি তো ‘মা’! জানি, তোমার কোলে মানুষ হয়েছি, উচ্চ-মহলে পেয়েছি ঠাঁই; মা'গো তুমি শ্রেষ্ঠ নারী, এমন আপন আর কেউ নাই।

কাল্পনিক

জ্যোৎস্না রাতের মাঝ আকাশ যখন একা, একদল তারা দপদপ করে জ্বলতে জ্বলতে যখন ক্লান্ত, যখন নদীর দোদুল্যমান জলে চাঁদের আলো বিচ্ছুরিত হচ্ছে; ঠিক তখন পিছনে ফিরে দেখবে, অপরুপা এক নারী। সারা শরীরের স্নায়ু যখন অবশ হয়ে পড়বে, যখন তার প্রেম পাওয়ার লালসায় তুমি হিংস্র হয়ে উঠবে; বাতাস তখন উত্তপ্ত হয়ে শরীর থেকে ঘাম ঝড়াবে তোমার। তাকে স্পর্শ করে বুঝবে আসলে সবই কাল্পনিক!