|| আমরা একটু অন্যরকম || বন্ধু হল মনের মানুষ মনের কথা বেফাঁস হোক, ওই হাতেতে হাতটি রেখে কাটিয়ে দেব কষ্ট-শোক। বন্ধু হল আরেকটি প্রাণ আড্ডা গল্পে কাটুক দিন, বন্ধু তোকে চাইছি পাশে বাড়ছে, তবে বাড়ুক ঋণ। একটা বয়স পার হয়ে যায় যখন, ব্যস্ততাতে মন জখম, আমন্ত্রণের অপেক্ষা শেষ, আমরা একটু অন্যরকম। © সুরোজিৎ বন্ধুত্বটা এগিয়ে যাক, অসীম অন্তিমকাল পর্যন্ত! www.facebook.com/mrsurojitghosh
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।