|| আমরা একটু অন্যরকম ||
বন্ধু হল মনের মানুষ
মনের কথা বেফাঁস হোক,
ওই হাতেতে হাতটি রেখে
কাটিয়ে দেব কষ্ট-শোক।
বন্ধু হল আরেকটি প্রাণ
আড্ডা গল্পে কাটুক দিন,
বন্ধু তোকে চাইছি পাশে
বাড়ছে, তবে বাড়ুক ঋণ।
একটা বয়স পার হয়ে যায়
যখন, ব্যস্ততাতে মন জখম,
আমন্ত্রণের অপেক্ষা শেষ,
আমরা একটু অন্যরকম।
© সুরোজিৎ
বন্ধুত্বটা এগিয়ে যাক, অসীম অন্তিমকাল
পর্যন্ত!
Comments