পন্থা
সুরোজিত
কেউ লোভী, কেউ তেলিয়ে চলে,
অনেকে অনেক কথাও বলে;
ভেতরে যার নেই কোনো পাপ,
তাকেই চেনা দায়, হায়রে মানুষ হায়!
কেউ জ্ঞানী, কেউ মহাজ্ঞানী,
ওরা ডাকাত, ওরাই ধনী,
হঠাৎ ঝাঁপিয়ে রুখতে পারলে বেশ,
নতুন করে বাঁচব মোরা, নতুন হবে দেশ!
বাঁচব আমি বাঁচবে তুমি,
বাঁচবে আমার জন্মভূমি,
সঠিক বিকল্প বেছে নিতে তুমি রাজি?
অন্যায় হলে বিরোধিতা করো আজই।।
Comments