তোমায় পাশে চেয়েছিলাম,
একটা ঘর সাজাব বলে;
অনেক সময় হারিয়ে গেছে,
তোমায় পাওয়ার ছলে।
অনেক আকাশ মেঘলা আজও,
আমার মনের মত,
তুমি এসেও হারিয়ে গেলে,
রইল পড়ে ক্ষত।
রইল অনেক অভিজ্ঞতা,
শিখিয়েছিলে তুমি,
পালন করার চেষ্টা করে
তৈরি হব আমি।
তৈরি হয়ে যেদিন আবার
তোমার কাছে যাবো,
সত্যি বলো, মনের থেকে
তোমায় কি আর পাবো!
নাও যদি পাই কাছের থেকে,
তোমার মনে রেখো,
সত্যি যদি মনে না থাকি!
মিথ্যে বলতে শেখো।
আর,
যদি তৈরি না হই তোমার মত,
মুখ দেখাবোনা আর,
মিথ্যে আমি, মিথ্যে সবাই
চাইবো না বিচার। 🙂
একটা ঘর সাজাব বলে;
অনেক সময় হারিয়ে গেছে,
তোমায় পাওয়ার ছলে।
অনেক আকাশ মেঘলা আজও,
আমার মনের মত,
তুমি এসেও হারিয়ে গেলে,
রইল পড়ে ক্ষত।
রইল অনেক অভিজ্ঞতা,
শিখিয়েছিলে তুমি,
পালন করার চেষ্টা করে
তৈরি হব আমি।
তৈরি হয়ে যেদিন আবার
তোমার কাছে যাবো,
সত্যি বলো, মনের থেকে
তোমায় কি আর পাবো!
নাও যদি পাই কাছের থেকে,
তোমার মনে রেখো,
সত্যি যদি মনে না থাকি!
মিথ্যে বলতে শেখো।
আর,
যদি তৈরি না হই তোমার মত,
মুখ দেখাবোনা আর,
মিথ্যে আমি, মিথ্যে সবাই
চাইবো না বিচার। 🙂
Comments