দিন শেষে রাত হলে,
কবিতারা কথা বলে;
সে ভাষা বুঝি না আমি,
তাই ছুটি পিছু-পিছু —
কই, তুমি তো বলনা কিছু!
স্নিগ্ধ হাওয়ায় ভাসি,
আমি-তুমি পাশাপাশি;
সে ছোঁয়া বুঝিনা আমি,
তাই যত কাছে যাই —
তোমাতে হারিয়ে যাই!
রাত শেষে দিন হলে,
পাখিদের কোলাহলে;
যেন আগের, একেলা আমি,
যখনই আলোতে যাই —
একা আমি, তুমি নাই!
Comments