একদল তারা দপদপ করে জ্বলতে জ্বলতে যখন ক্লান্ত,
যখন নদীর দোদুল্যমান জলে চাঁদের আলো বিচ্ছুরিত হচ্ছে;
ঠিক তখন পিছনে ফিরে দেখবে,
অপরুপা এক নারী।
সারা শরীরের স্নায়ু যখন অবশ হয়ে পড়বে,
যখন তার প্রেম পাওয়ার লালসায় তুমি হিংস্র হয়ে উঠবে;
বাতাস তখন উত্তপ্ত হয়ে শরীর থেকে ঘাম ঝড়াবে তোমার।
তাকে স্পর্শ করে বুঝবে আসলে সবই কাল্পনিক!
Comments