প্রেমিকেরা অপেক্ষায় থাকে,
বাগানবাড়ির সামনে তোমায় প্রথম দেখেছি,
প্রেমে পড়েছি আরও অনেক পরে;
তোমার রুপের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমি,
যেমন গাছেরা মাটিকে আঁকড়ে ধরে।
ঠিক কত বছর পার হয়ে যায়—
খেয়াল থাকে না, অপেক্ষা থাকে!
বাগান বাড়ির রাস্তা একা থেকে যায়;
প্রেমিক খুঁজতে থাকে নতুন বৈশাখ।
প্রশান্ত যেটুকু সময় ছিল—
গোধুলী-বেলার লালচে আকাশ জুড়ে,
কালবৈশাখী ঝড়ে এলোমেলো হতে থাকে,
প্রেমিক এখনও অপেক্ষায় গঙ্গা নদীর তীরে।
বাগানবাড়ির সামনে তোমায় প্রথম দেখেছি,
প্রেমে পড়েছি আরও অনেক পরে;
তোমার রুপের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমি,
যেমন গাছেরা মাটিকে আঁকড়ে ধরে।
ঠিক কত বছর পার হয়ে যায়—
খেয়াল থাকে না, অপেক্ষা থাকে!
বাগান বাড়ির রাস্তা একা থেকে যায়;
প্রেমিক খুঁজতে থাকে নতুন বৈশাখ।
প্রশান্ত যেটুকু সময় ছিল—
গোধুলী-বেলার লালচে আকাশ জুড়ে,
কালবৈশাখী ঝড়ে এলোমেলো হতে থাকে,
প্রেমিক এখনও অপেক্ষায় গঙ্গা নদীর তীরে।
Comments