মা তুমি,
রক্ষা করেছো মোরে,
শাড়ির উষ্ণ আঁচল
দিয়েছো শীতের ভোরে।
জানতো,
দিনের আকাশে সূর্য তুমি,
রাতের আকাশে চাঁদ,
তোমার প্রেমের মানিক আমি,
বোজাবো দুখের খাদ।
যখন,
বয়স গিয়ে ঠেকল ষাটে,
পঁচিশে আমি দিলাম পা,
সাফল্য তখন পেয়ে গেছি,
কি'গো, তুমি খুশি তো ‘মা’!
জানি,
তোমার কোলে মানুষ হয়েছি,
উচ্চ-মহলে পেয়েছি ঠাঁই;
মা'গো তুমি শ্রেষ্ঠ নারী,
এমন আপন আর কেউ নাই।
Comments