সময় চলে যায় - বদলে যায় অবস্থা,
বেঁচে থাকার কারনগুলো বদলে যায় হঠাৎ!
অন্যকে দেওয়া কথাগুলোও বদলে যায় নিজে থেকে,
ঘড়ির কাঁটা যেমন টিক-টিক করে ছোটে!
বদলায় মনের অবস্থা, তার সাথে সাথে দিন,
সপ্তাহ-মাস-বছর শেষে, একটু মিলিয়ে নিন;
প্রেম ছিল নাকি ভালোলাগা শুধু; হিসেব মিলবে না!
বন্ধুত্ব? সেতো আরো বেশি দামী, সবার কি আর জোটে!
সময় আরও এগিয়ে যাবে, স্মৃতি তো নিশ্চিত থাকবে!
বয়স হয়তো কিছুটা বেড়েছে, কয়েকটা চুল পাকবে।
ব্যর্থতা নাকি সফলতা'র জন্যে, ভাবনা মিলবে না!
বিশ্বাস! সেতো ভুল করে করা, ওই গোলাপী ঠোঁটে!
বেঁচে থাকার কারনগুলো বদলে যায় হঠাৎ!
অন্যকে দেওয়া কথাগুলোও বদলে যায় নিজে থেকে,
ঘড়ির কাঁটা যেমন টিক-টিক করে ছোটে!
বদলায় মনের অবস্থা, তার সাথে সাথে দিন,
সপ্তাহ-মাস-বছর শেষে, একটু মিলিয়ে নিন;
প্রেম ছিল নাকি ভালোলাগা শুধু; হিসেব মিলবে না!
বন্ধুত্ব? সেতো আরো বেশি দামী, সবার কি আর জোটে!
সময় আরও এগিয়ে যাবে, স্মৃতি তো নিশ্চিত থাকবে!
বয়স হয়তো কিছুটা বেড়েছে, কয়েকটা চুল পাকবে।
ব্যর্থতা নাকি সফলতা'র জন্যে, ভাবনা মিলবে না!
বিশ্বাস! সেতো ভুল করে করা, ওই গোলাপী ঠোঁটে!
Comments