গ্রীষ্মের দাবদাহ হল শেষ, শুরু হল রিমিঝিম সারাদিন; শুয়ে-বসে থাকতে লাগেনা বেশ, সময় না কাটলে ছাতা নিন; ক্লাবের আড্ডায় চলে যান, এক কাপ চায়ে চুমুক দিন; চা শেষে সিগারেটে হোক টান, পড়ুক না রিমিঝিম সারাদিন!
অনেকে বাগান সাজায়, সৌন্দর্যে তুলে ধরে নিজেকে। প্রকৃতির সান্নিধ্যে যে সুখ পাওয়া যায় তার কোনো বিকল্প হয় না। নিজের সৃজনশীল মানসিকতায় অন্যদেরও সৃজনশীলে রূপান্তর করে। পৃথিবীর সকলেই সৃজনশীল, বিভিন্ন ক্ষেত্রে সেই চিত্র ধরা পড়ে। এর উপমা দেওয়ার হয়তো আর প্রয়োজন হবে না। আমিও আমার সামান্যতম প্রতিভাহীন কয়েকটি সৃজনশীলতার গাছের বাগান তৈরি করলাম, কেউ এই বাগানে ভুল করে ঢুকে পড়লেও তাকে স্বাগত।